৩ মার্চ, ২০২১ ০৮:৪০

যুক্তরাষ্ট্রে ১০ বছরের ভিসার সুবিধা হারাচ্ছে চীন

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রে ১০ বছরের ভিসার সুবিধা হারাচ্ছে চীন

যুক্তরাষ্ট্রে ১০ বছরের মাল্টি-এন্ট্রি ভিসায় চীনের প্রবেশাধিকার বন্ধ করার জন্য সিনেটে একটি বিল উত্থাপন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘অর্থনৈতিক ও শিল্প গুপ্তচরবৃত্তি’ বন্ধ না করা পর্যন্ত এই ভিসা সুবিধা বন্ধের চেষ্টা করা হচ্ছে। প্রভাবশালী রিপাবলিকান সিনেটরদের একটি দল বিলটি উত্থাপন করে। খবর এনডিটিভি'র।

বিলটি যদি পাস হয়, তাহলে চীনা নাগরিকদের জন্য ১০ বছরের বি-১/বি-২ ভিসা পাওয়া বন্ধ হয়ে যাবে। চীন থেকে যারা ব্যবসা, ভ্রমণ বা পর্যটনের উদ্দেশ্যে আমেরিকায় আসেন তাদের বি-১/বি-২ ভিসা প্রদান করা হয়।

এই আইনের অধীনে চীনা নাগরিকরা এক বছরের মাল্টি-এন্ট্রি ভিসা পাওয়ার যোগ্য হবে।  

চীন হংকং সম্পর্কে তার জাতীয় নিরাপত্তা আইন যদি প্রত্যাহার করে এবং ১৯৮৪ সালের চীন-ব্রিটিশ যৌথ ঘোষণার অধীনে তার প্রতিশ্রুতি পুরোপুরি বজায় রাখে; উইগুর মুসলমান, তিব্বতী এবং অন্যান্য জাতিগত গোষ্ঠীর ওপর নিপীড়ন বন্ধ করে; দক্ষিণ চীন সাগরে অবৈধ দাবি প্রত্যাহার করে নেয় এবং বিদেশি জিম্মিদের মুক্তি দেয় তাহলেই কেবল আবার ১০ বছরের ভিসা দেওয়া হবে বলে শর্তে উল্লেখ রয়েছে।  


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর