৬ মার্চ, ২০২১ ০৩:২৭

মিয়ানমার সেনাদের পরিচালিত চ্যানেল বন্ধ করল ইউটিউব

অনলাইন ডেস্ক

মিয়ানমার সেনাদের পরিচালিত চ্যানেল বন্ধ করল ইউটিউব

শুক্রবার মান্ডালয়ে রাস্তায় নেমে বিক্ষোভ করছে আন্দোলনকারীরা। ছবি : ইপিএ

মিয়ানমারে গত মাসে সামরিক অভ্যুত্থানের জেরে চলমান সহিংসতার মধ্যে দেশটির সেনাবাহিনী পরিচালিত পাঁচটি চ্যানেল সরিয়ে দিয়েছে ইউটিউব।

কমিউনিটি গাইডলাইনের আওতায় এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে শুক্রবার জানিয়েছে ভিডিও শেয়ারিং ওয়েবসাইটের এই মাধ্যম। খবর বিবিসির।

চ্যানেলগুলো হলো- স্টেট নেটওয়ার্ক, এমআরটিভি (মিয়ানমার রেডিও অ্যান্ড টেলিভিশন), সেনাবাহিনী পরিচালিত মায়াওয়াদি মিডিয়া, এমডব্লিউডি ভ্যারাইটি এবং এমডব্লিউডি মিয়ানমার।

সামরিকা শাসনের অবসান ও বন্দি নেতাদের মুক্তির দাবিতে মিয়ানমারে আন্দোলন চলছে। শুক্রবারও মান্ডালয়ে নিরাপত্তারক্ষীদের গুলিতে একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশটিতে চলমান আন্দোলনে অন্তত ৫৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ইউটিউবের এক মুখপাত্র বলেন, ‘আমাদের কমিউনিটি গাইডলাইন এবং প্রযোজ্য আইন অনুযায়ী বেশকিছু চ্যানেল বন্ধ এবং অনেকগুলো ভিডিও সরিয়ে নেওয়া হয়েছে।’

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর