৭ মার্চ, ২০২১ ২২:৫০

মিয়ানমারে সামরিক সরকারের বিরুদ্ধে বিক্ষোভকারীর সংখ্যা ক্রমেই বাড়ছে

অনলাইন ডেস্ক

মিয়ানমারে সামরিক সরকারের বিরুদ্ধে বিক্ষোভকারীর সংখ্যা ক্রমেই বাড়ছে

ফাইল ছবি

মিয়ানমারে সামরিক সরকারের বিরুদ্ধে ইয়াঙ্গুনসহ বিভিন্ন শহরে আজও বিক্ষোভ সমাবেশ হয়েছে। রবিবারও রাজপথে নেমেছেন লাখো মানুষ। সেনা সরকারের বিরুদ্ধে প্রতিদিনই প্রতিবাদকারীর সংখ্যা বাড়ছে বলে আন্দোলনকারীরা দাবি করেছেন।

জানা গেছে, এরইমধ্যে সামরিক শাসনের বিরুদ্ধে বিক্ষোভে বিভিন্ন শহরে মারা গেছেন ৫৫ জন। গত ১ ফেব্রুয়ারি বেসামরিক সরকারকে উৎখাত করে অং সান সু চিসহ তার দলের শীর্ষস্থানীয় নেতা-কর্মীদের গ্রেফতার করার পর থেকে মিয়ানমারে আন্দোলন শুরু হয়।

রবিবারও ইয়াঙ্গুনে গুলির ঘটনা ঘটেছে। চলমান ধরপাকড়ে গতকাল পর্যন্ত এক হাজার ৭০০ জনের বেশি লোককে আটক করা হয়েছে বলে জানিয়েছে পরামর্শক গ্রুপ অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স।

এদিকে, নিয়মিতভাবে চলা বিক্ষোভ ও নিরাপত্তা বাহিনীর দমনাভিযানে প্রশাসনিক কার্যক্রম এবং ব্যবসা-বাণিজ্যেও নেমে এসেছে স্থবিরতা। দেশটির ইয়াঙ্গুন, মান্দালয় ও মানেওয়া শহরে আজও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সূত্র : পার্সটুডে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর