ভারতীয় জনতা পার্টির নেতা ও সমর্থকদের ‘জয় শ্রীরাম’ ধ্বনি বন্ধ করার আবেদন খারিজ করে দিয়েছে দেশটির শীর্ষ আদালত। এই সংক্রান্ত জনস্বার্থ মামলাটিকে মঙ্গলবার কার্যত গুরুত্বহীন বলেই আখ্যা দেয় আদালত।
একইসঙ্গে পশ্চিমবঙ্গে আট দফায় নির্বাচনে স্থগিতাদেশ চেয়ে দায়ের মামলাটিও খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট।
নির্বাচনের সময় রাজনৈতিক প্রচারে ‘জয় শ্রীরাম’ এর মতো ধর্মীয় স্লোগান বিরোধের পরিবেশ তৈরি করতে পারে। এই আশঙ্কা প্রকাশ করে ভোটের সময় এই স্লোগানের ওপর নিষেধাজ্ঞা জারির আবেদন জানিয়ে আদালতে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন মনোহরলাল শর্মা নামের এক ব্যক্তি।
আইনজীবী এম শর্মার আনা একটি মামলার রায় দিতে গিয়ে বিচারপতি বোবাদে বলেন, জয় শ্রীরাম ধ্বনি দিয়ে কোনো ধর্মীয় সংকীর্ণতা করা হচ্ছে না। যে কোনো ব্যক্তির স্বাধীনতা আছে তিনি কি স্লোগান দেবেন তা ঠিক করার। অতএব জয় শ্রীরাম স্লোগান বন্ধ করার কোনো প্রশ্ন ওঠে না।
প্রথমে তিন সদস্যের বেঞ্চ মামলাটি কলকাতা হাইকোর্টে করার পরামর্শ দিয়েছিলো। কিন্তু, আইনজীবী শর্মা জানান, মামলার গুরুত্ব অনুধাবন করে সুপ্রিম কোর্টকেই সিদ্ধান্ত নিতে হবে এই বিষয়ে কারণ এর সঙ্গে ধর্মীয় আবেগ জড়িত।
এরপর বোবাদের নেতৃত্বে ওই বেঞ্চ ওই রায় দেন। ফলে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে জয় শ্রীরাম ধ্বনি তোলায় আর কোনো বাধা থাকলো না।
বিডি প্রতিদিন/আবু জাফর