সারাহ এভেরাড নামের এক তরুণীকে অপহরণ ও হত্যার দায়ে এক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ব্রিটিশ পুলিশ। এই হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ কনস্টেবল ওয়েইন কুজেনসকে শনিবার আদালতে হাজির করার কথা রয়েছে। তিনি কূটনৈতিক ভবনগুলোর নিরাপত্তার দায়িত্বে পালনে নিয়োজিত ছিলেন।
গত ৩ মার্চ দক্ষিণ লন্ডনে নিজের বাড়ি থেকে বন্ধুর বাসায় হেঁটে যাওয়ার সময় সারাহ নিখোঁজ হন। এরপর আর তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে লন্ডনের বাইরে একটি জঙ্গলে তার মরদেহের খোঁজ পাওয়ার কথা নিশ্চিত করে মহানগর পুলিশ।
অ্যাসিস্টট্যান্ট কমিশনার নিক ইফগ্রেইভ বলেন, এ ঘটনায় তদন্ত অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে তথ্য দিয়ে সহায়তায় উৎসাহিত করা হচ্ছে।
ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল বলেন, নারী-শিশুদের রক্ষায় তিনি যথাসম্ভব সবকিছু করবেন। ন্যূনতম হয়রানির আশঙ্কা ছাড়াই প্রতিটি নারীর রাস্তায় নির্ভয়ে চলাচলের সুযোগ থাকা উচিত।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ