জাপানের স্যাপোরো জেলা আদালত জানিয়েছে, সমলিঙ্গ দম্পতিদের বিয়েতে সম্মতি না দেওয়াটা 'অসাংবিধানিক'। জাপানের মতো তথাকথিত রক্ষণশীল দেশে এই রায় নজিরবিহীন বলে মনে করা হচ্ছে।
বুধবার এই রায়ের মধ্য দিয়ে জাপানে সমলিঙ্গের বিয়ে আইনি পরিভাষায় বৈধ তকমা পেল। যদিও জাপানে এখনও সমকামীদের বিয়ে নিয়ে আইন তৈরি করা হয়নি।
সমলিঙ্গের বিয়ে নিয়ে আইনি বাধার পাশাপাশি রয়েছে জাপানে, দেশটির রক্ষণশীল সমাজও এর বিপক্ষে। সমকামী সম্প্রদায়ভুক্তদের জন্য জাপানের সমাজ যথেষ্ট উদার মনোভাবাপন্ন নয় বলেও দাবি অনেকের।
সূত্র : আল-জাজিরা ও আনন্দবাজার পত্রিকা।
বিডি-প্রতিদিন/শফিক