আঞ্চলিক রাজনীতিতে তুরস্ককে নিজেদের চরম প্রতিপক্ষ ভাবে সৌদি আরব। এবার সেই প্রতিপক্ষ তুরস্কের তৈরি সামরিক ড্রোন কিনতে আগ্রহ প্রকাশ করেছে দেশটি। গত মঙ্গলবার (১৬ মার্চ) তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান নিজেই এ তথ্য জানিয়েছেন। খবর আল জাজিরার।
মঙ্গলবার আঙ্কারায় একটি সংবাদ সম্মেলনে সৌদি আরব ও গ্রিসের সাম্প্রতিক যৌথ সামরিক মহড়ার সমালোচনা করেন এরদোয়ান। তুর্কি প্রেসিডেন্ট বলেন, একদিকে তারা গ্রিসের সঙ্গে মহড়া চালাচ্ছে আবার অন্যদিকে তুরস্কের কাছ থেকে আনম্যানড অ্যারিয়েল ভেহিক্যাল (ইউএভি) কেনার আগ্রহের কথা জানাচ্ছে।
সিরিয়া ও লিবিয়ায় এই ড্রোনের কার্যকারিতা এবং বিশেষ করে নাগোর্নো- কারাবাখ যুদ্ধে এর অনন্য ভূমিকার ফলে সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি দেশ তুরস্কের কাছ থেকে সামরিক ড্রোন কেনার আগ্রহ দেখিয়েছে। কারাবাখের ওই যুদ্ধে আর্মেনিয়ার বিরুদ্ধে বড় ধরনের জয় পায় আজারবাইজান। আর এই জয়ে অন্যতম ভূমিকা রাখে তুরস্ক নির্মিত ড্রোন।
বিডি প্রতিদিন/হিমেল