চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনার মাঝেই এলো স্বস্তির খবর। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী এপ্রিলেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে বসতে পারেন। আর এটাই হবে দুই নেতার মধ্যে প্রথম ভার্চুয়াল বৈঠক।
এপ্রিলে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে ‘বিশ্ব নেতৃবৃন্দের জলবায়ু বিষয়ক শীর্ষ বৈঠক সম্মেলন’ আয়োজন করছেন বাইডেন। এই অনুষ্ঠানের লক্ষ্য হচ্ছে বিশ্বনেতাদের একত্রিত করে জলবায়ু পরিবর্তন সম্পর্কে আলোচনা অগ্রসর করা। জলবায়ু পরিবর্তন মোকাবিলাকে মার্কিন প্রেসিডেন্ট এরই মধ্যে তার পররাষ্ট্রনীতি এবং জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে উল্লেখ করেছেন।
মার্কিন কর্মকর্তারা বলছেন, চীন হচ্ছে বিশ্বে কার্বন নির্গমনকারী সবচেয়ে বড় রাষ্ট্র। বিশ্বের ৩০ ভাগ কার্বন নির্গমন করে থাকে দেশটি। তবে ২০৬০ সালের আগে কার্বন নির্গমন শূন্যের কোঠায় নামিয়ে আনার ব্যাপারে তারা একটি লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে। বিশ্বে কার্বন নির্গমনে যুক্তরাষ্ট্রের স্থান হচ্ছে দ্বিতীয়। বিশ্বের প্রায় ১৫ ভাগ কার্বন নির্গমন ঘটিয়ে থাকে দেশটি। ২০৫০ সালের মধ্যে তারা এই নির্গমন শূন্যে নামিয়ে আনতে ইচ্ছুক।
সূত্র: ভয়েস অব আমেরিকা
বিডি প্রতিদিন/ ওয়াসিফ