কঠিন হুঁশিয়ারি দিয়ে ইয়েমেনের ন্যাশনাল সালভেশন সরকারের উপ তথ্যমন্ত্রী সৌদি ভূখণ্ডের আরও গভীরে হামলার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, ইয়েমেনের ওপর সৌদি জোটের আগ্রাসন ও অবরোধ অব্যাহত থাকলে সৌদি আরবের অভ্যন্তরে, আরও গভীরে হামলা চলতে থাকবে।
ইয়েমেনের এই মন্ত্রী আরও বলেন, যুক্তরাষ্ট্র, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত ইয়েমেনি জনগণের ওপর আগ্রাসন অব্যাহত রেখেছে। সৌদি জোট যখন প্রতিদিন ইয়েমেনের ওপর অসংখ্যবার আগ্রাসন চালিয়ে তেল ট্যাংকারগুলো জব্দ করছে, সেই পরিস্থিতির মধ্যে আমেরিকা আবার যুদ্ধবিরতির ফাঁকা বুলি আওড়াচ্ছে।
সূত্র : পার্সটুডে।
বিডি-প্রতিদিন/শফিক