সম্প্রতি এক মার্কিন সেনাকর্তা সতর্ক বার্তা দিয়ে বলেছিলেন, তাইওয়ান দখল করতে হামলা চালাতে পারে চীন। সেই সম্ভাবনা আরও বাড়িয়ে ফের দ্বীপরাষ্ট্রটির আকাশসীমা অনুপ্রবেশ করল চীনের যুদ্ধবিমান। খবর সংবাদ প্রতিদিনের।
জানা গেছে, সোমবার সকালে তাইওয়ানের আকাশসীমায় ঢুকে পড়ে চীনা যুদ্ধবিমান দুটি চেংদু জে-১০ ফাইটার জেট। সঙ্গে সঙ্গেই পাল্টা টহল শুরু করে তাইওয়ানের বিমানসেনারা। এনিয়ে চলতি মাসে এখনও পর্যন্ত অন্তত বারোবার চীনা যুদ্ধবিমান তাইওয়ানের আকাশসীমায় অনুপ্রবেশ করলো।
ফলে রীতিমতো যুদ্ধের মেঘ তৈরি হয়েছে অঞ্চলটিতে। গত জানুয়ারি মাসে চীনের মুখপাত্র উ কিয়ান কার্যত হুমকির সুরে বলেন, 'তাইওয়ান চীনের অংশ। তাইওয়ানের স্বাধীনতার কথা যারা বলছে তারা আগুন নিয়ে খেলছে। এর ফল কতটা ভয়াবহ হতে পারে তা তারা বুঝতে পারছে না।'
বিডি-প্রতিদিন/শফিক