রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজের দেশে তৈরি তিনটি করোনা ভ্যাকসিনের মধ্যে কোনটি গ্রহণ করেছেন সে বিষয়ে জানাতে অস্বীকৃতি জানিয়েছেন।
তিনি বলেছেন, তিনটি ভ্যাকসিনের মধ্যে একটি আমি দিয়েছি। শুধুমাত্র যে চিকিৎসকরা ছিলেন তারা জানেন।
পুতিন আরো বলেন, তিনটি টিকাই ভালো এবং গ্রীষ্মের শেষের দিকে টিকাদান কার্যক্রমের মাধ্যেমে করোনা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
উল্লেখ্য, চলতি সপ্তাহের প্রথমে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন পুতিন। তবে ভ্যাকসিন নেওয়ার কোন ছবি তিনি গণমাধ্যমে প্রকাশ করেননি। পুতিন কোন ভ্যাকসিন নিয়েছেন সে বিষয়টি কাউকে জানাননি। এমনকি তার কাছের মানুষরাও জানে না তিনি কোন ভ্যাকসিনটি গ্রহণ করেছেন।
সূত্র : সিএনবিসি।
বিডি-প্রতিদিন/শফিক