মিয়ানমারে পুলিশের এলোপাথাড়ি গুলিতে আরও ১২ বিক্ষোভকারী নিহত হয়েছে । এই নিয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৪৫৯ জন। গত ২৪ ঘন্টায় জান্তা বাহিনীর গুলিতে নিহত ১১৪ জন বিক্ষোভকারীর শেষকৃত্য চলার সময়ও গুলি বর্ষণ করে পুলিশ।
এদিকে, ২৭ মার্চ থাইল্যান্ডের সীমান্তবর্তী মিয়ানমারের কারেন রাজ্যে সেনাবাহিনী বিমান হামলা চালালে অন্তত তিন হাজার বাসিন্দা পালিয়ে থাইল্যান্ডে আশ্রয় নেয়।
দেশজুড়ে চলমান আন্দোলন ও হত্যাকাণ্ডের পরও সশস্ত্র বাহিনী দিবস জাঁকজমকপূর্ণভাবে পালন করে জান্তা সরকার। হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানায় ১২ টি দেশের প্রতিরক্ষা প্রধান।
বিডি প্রতিদিন / অন্তরা কবির