ইরান ও চীনের মধ্যে সম্প্রতি সই হওয়া কৌশলগত চুক্তি পশ্চিমাদেরকে পররাষ্ট্রনীতি নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করবে বলে মন্তব্য করেছেন চীনের রাজনৈতিক, সাংস্কৃতিক ও ইতিহাস বিশ্লেষক কার্ল ঝা।
ইরান ও চীনের মধ্যকার চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, “আমি মনে করি ইরান ও চীনের মধ্যে সই হওয়া ঐতিহাসিক অংশীদারিত্ব চুক্তি পশ্চিমা এলিটদের পররাষ্ট্রনীতি পুনর্মূল্যায়ন করতে বাধ্য করবে।
ইরানের প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন।
কার্ল ঝা বলেন, পশ্চিমাদের ট্রেডমার্ক পররাষ্ট্রনীতি হচ্ছে বহুদিন ধরে কথিত দক্ষিণ বিশ্বের বিভিন্ন দেশে হস্তক্ষপ করা। তিনি উদাহরণ হিসেবে আন্তর্জাতিক বাজারে ডলারের ওপর তেলবিক্রির নির্ভরশীলতার কথা উল্লেখ করেন।
তিনি বলেন, “এখন পশ্চিমাদেরকে পরিবর্তনের বিষয়টি অনুধাবন করতে হবে। মার্কিন বলদর্পিতার অবসান হতে চলেছে। বিশ্বের দক্ষিণ অংশ এখন হস্তেক্ষপ ছাড়াই পথ চলবে।”
বিডি প্রতিদিন/কালাম