মিডিয়া টাইকুন জিমি লাইসহ ৯ গণতন্ত্রপন্থীকে দোষী সাব্যস্ত করেছেন হংকংয়ের একটি আদালত। ২০১৯ সালে হওয়া গণতন্ত্রপন্থীদের বিক্ষোভে তাদের ভূমিকার জন্য এমন রায় দেওয়া হয়েছে। প্রভাবশালী এসব অভিযুক্তের তালিকায় আছে হংকংয়ের 'গণতন্ত্রের জনক' মার্টিন লি এবং আলবার্ট হো ও লি চিউক-ইয়ানের নামও।
অভিযুক্তদের বিরুদ্ধে ২০১৯ সালের ১৮ আগস্ট গণতন্ত্রের সমর্থনে বিক্ষোভ আয়োজন ও অংশগ্রহণের অভিযোগ আনা হয়েছে। ওই বিক্ষোভ নিষিদ্ধ করেছিল পুলিশ।
২০ দিন ধরে বিচার কার্যক্রম চলার পর বৃহস্পতিবার বিচারক আমান্ডা ওডকক এ রায় ঘোষণা করেন। পরবর্তী তারিখে অভিযুক্তদের সাজা ঘোষণা করা হবে। তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তাতে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত সাজা হতে পারে। বিচারক জানান, অভিযুক্তদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।
সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/ফারজানা