রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক ও বিরোধী নেতা আলেক্সেই নাভালনি এবার কারাগারে থেকেই আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, পিঠ ও দুই পায়ে মারাত্মক ব্যথা হলেও কারা কর্মকর্তারা তাকে পর্যাপ্ত চিকিৎসা দিতে ব্যর্থ হয়েছেন।
গতকাল বুধবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা এক বিবৃতিতে নাভালনি এমনটাই জানিয়েছেন। তিনি বলেন, কারা কর্তৃপক্ষ তাকে সঠিক ওষুধ দিচ্ছেন না। চিকিৎসকের সঙ্গেও দেখা করার সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
উল্লেখ্য, বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা শেষে দেশে ফেরার পর প্যারোল ভঙ্গের অভিযোগে গত জানুয়ারিতে কারাবন্দি করা হয় আলেক্সেই নাভালনিকে। নাভালনি মস্কো থেকে প্রায় একশ' কিলোমিটার দূরের আইকে-২ কারেকটিভ পেনাল কলোনি নামের একটি কারাগারে রয়েছেন।
সূত্র : এএফপি।
বিডি-প্রতিদিন/শফিক