১১ এপ্রিল, ২০২১ ১০:০৫

প্রিন্স ফিলিপের শেষ যাত্রায় থাকবেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রিন্স ফিলিপের শেষ যাত্রায় থাকবেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী

ডিউক অব এডিনবার্গ প্রিন্স ফিলিপের শেষকৃত্যে থাকবেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। করোনাভাইরাস সংক্রমণের কারণে আরোপিত বিধিনিষেধের কারণে এতে শুধু পরিবারের সদস্যরাই থাকবেন। 

আগামী শনিবার (১৭ এপ্রিল) প্রিন্স ফিলিপের শেষযাত্রায় তার সন্তান, নাতি-নাতনি ও পরিবারের ঘনিষ্ঠরাসহ মাত্র ৩০ জন উপস্থিত থাকতে পারবেন। উইন্ডসরের সেন্ট জর্জ চ্যাপেলে শেষকৃত্য অনুষ্ঠানের আয়োজন করা হবে। জনসাধারণকে এ অনুষ্ঠান এড়িয়ে যাওয়ার অনুরোধ করা হয়েছে। 

গত শুক্রবার উইন্ডসর ক্যাসেলে ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৯৯ বছর। ব্রিটিশ ইতিহাসের সবচেয়ে বেশি দিন ধরে রয়্যাল কনসোর্ট ছিলেন তিনি। 


বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর