১৩ এপ্রিল, ২০২১ ২২:০৮

ইরানকে 'একরোখা জাতি' বললেন নেতানিয়াহু

অনলাইন ডেস্ক

ইরানকে 'একরোখা জাতি' বললেন নেতানিয়াহু

ফাইল ছবি

ইরানের নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে সাইবার হামলারকে যুদ্ধাপরাধের সঙ্গে তুলনা করে জাতিসংঘে চিঠি দিয়েছে তেহরান। এদিকে ইসরাইলি প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহু এ বিষয়ে স্পষ্ট কোন বক্তব্য না দিলেও, তেহরানের পরমাণু কার্যক্রম মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেন।

দেশটির প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহু বলেন,  ইসরাইলের প্রধানমন্ত্রী হিসেবে আমার নীতি একেবারেই পরিষ্কার, কোনভাবেই ইরানকে এমন অবস্থানে পৌঁছাতে দেওয়া যাবে না, যাতে করে তারা বিধ্বংসী অস্ত্র বানাতে পারে। কারণ, ইরান একটি একরোখা জাতি।

রবিবার দেশের প্রধান পরমাণু কেন্দ্র নাতাঞ্জে সাইবার হামলা চালানোর জন্য ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদকে দায়ী করে তেহরান। পরে ইসরাইলি সংবাদমাধ্যমও বিষয়টি স্বীকার করে। অন্যদিকে অজ্ঞাত মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস বলেছে, এ হামলার পেছনে ইসরায়েলের ভূমিকা রয়েছে।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর