৬০ শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়ে আমেরিকা ও ইউরোপের উদ্বেগ অমূলক বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। আজ বৃহস্পতিবার পেট্রোক্যামিক্যাল শিল্পের চারটি প্রকল্প উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি।
রুহানি আরও বলেন, আমরা চাইলে এর আগেও ৬০ শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারতাম। এ বিষয়ে ইউরোপ-আমেরিকার উদ্বেগের কোনো কারণ নেই। এখনও পরমাণু সমঝোতায় যেসব দেশ রয়েছে তাদের সামনে একটা পথ বিদ্যমান, আর তাহলো নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর ইশতেহার পুরোপুরি বাস্তবায়ন করা।
সূত্র : পার্সটুডে।
বিডি-প্রতিদিন/শফিক