১৮ এপ্রিল, ২০২১ ১৪:০০

আমিরাতের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা নিন্দিত ইসরাইলকে

অনলাইন ডেস্ক

আমিরাতের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা নিন্দিত ইসরাইলকে

ইসরাইল ১৯৪৮ সাল থেকে হাজার হাজার ফিলিস্তিনিকে বন্ধী ও তাদের মাতৃভূমি দখল করে নিজেদের স্বাধীনতা ঘোষণা করে আসছে। আরব বিশ্ব যখন ইসরাইলকে ফিলিস্তিনিদের ওপর নৃশংস নির্যাতন, ভূমিদখল, গুলি করে হত্যার ধিক্কার জানাচ্ছে তখনই এ শুভেচ্ছা বাণী পুরো মুসলিম দেশগুলোকে মর্মাহত করেছে।

তেলআবিবে অবস্থিত আমিরাতের দূতাবাস থেকে টুইটবার্তায় বলা হয়, 'স্বাধীনতা দিবসে ইসরাইল ও তার জনগণকে আমিরাতের শুভেচ্ছা।' এর জবাবে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামাজিক যোগাযোগমাধ্যমে আমিরাতকে ধন্যবাদ জানিয়েছে।

হিব্রু ক্যালেন্ডারনুযায়ী, বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ইহুদিবাদী দেশটি তাদের স্বাধীনতা দিবস পালন করেছে। অন্যদিকে, ফিলিস্তিনিরা এ দিবসটিকে 'নাকবা' বা প্রতিরোধ দিবস হিসেবে পালন করে আসছে। গ্রেগরীয় ক্যালেন্ডারনুযায়ী, আগামী ১৫ মে ৭৩তম নাকবা উদযাপন করবে ফিলিস্তিন।

 

বিডি প্রতিদিন / অন্তরা কবির 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর