২০ এপ্রিল, ২০২১ ২১:০৮

ভারত ও মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

ভারত ও মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে করোনা মোকাবেলাসহ বিভিন্ন ইস্যুতে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহীদ বৈঠক করেছেন। শুক্রবার নয়াদিল্লীতে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় দেশটির পররাষ্ট্রমন্ত্রীরা দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্র সম্পর্কিত পারস্পরিক স্বার্থের বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। কোভিড-১৯ মহামারি এবং এই ক্ষেত্রে ভারতীয় সহায়তার উপায়গুলো নিয়েও আলোচনা করেন তারা।

বৈঠকে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহীদ ৭৬তম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে ভারতের সমর্থনের বিষয়টি পুনরায় নিশ্চিত করেন। পাশাপাশি তিনি মালদ্বীপে ক্রমবর্ধমান ভারতীয় পর্যটকের প্রতিও সন্তোষ প্রকাশ করেন, যা এই কঠিন সময়ে মালদ্বীপের অর্থনীতিকে সহায়তা করছে।

উল্লেখ্য, ২০১৮ সালের নভেম্বর থেকে মালদ্বীপে রাষ্ট্রপতি সোলিহের অধীনে সরকার দায়িত্ব গ্রহণের পর এটি ছিল তাদের ৮ম বৈঠক। এই বছরের ফেব্রুয়ারিতে ইএএম-এর মালদ্বীপ সফরের সময় এই সফরটি হয়েছিল। এই সফরে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ভার্চ্যুয়ালি রাইসিনা সংলাপেও অংশ নেন। সূত্র: এএনআই

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর