২৩ এপ্রিল, ২০২১ ১৭:৫৯

লিবিয়া উপকূলে ১৩০ অভিবাসী নিয়ে নৌকা ডুবি

অনলাইন ডেস্ক

লিবিয়া উপকূলে ১৩০ অভিবাসী নিয়ে নৌকা ডুবি

প্রতীকী ছবি

১৩০ অভিবাসী নিয়ে লিবিয়া উপকূলে একটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে এই নৌকায় থাকা সব অভিবাসীর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার ডুবে যাওয়া একটি রবারের তৈরি ওই নৌযানের কাছে এরই মধ্যে ১০টি লাশ চিহিৃত করা হয়েছে।

এ ঘটনার পর ওশান ভিকিংয়ে থাকা অনুসন্ধান ও উদ্ধার সমন্বয়কারী লুইসা আলবারা জানান, আমরা ঘটনাস্থলে পৌঁছানোর পর জীবিতাস্থায় কাউকে খুঁজে পায়নি সেখানে। তবে আমরা ডুবে যাওয়া নৌকার কাছে কমপক্ষে ১০টি লাশ দেখতে পেয়েছি। এ দৃশ্য দেখে আমাদের হৃদয় ভেঙ্গে গেছে।

উল্লেখ্য, চলতি বছর ভূমধ্যসাগরে ডুবে ৩৫০ জনের বেশি শরণার্থীর মৃত্যু হয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা জানিয়েছে, গত সপ্তাহে একটি শিশুসহ কমপক্ষে ৪১ জনের মৃত্যু হয়েছে। আফ্রিকান অভিবাসীদের বহনকারী একটি নৌকা ইউরোপের দিকে যাত্রা করলে এটি তিউনিসিয়া উপকূলে ডুবে যায়।

সূত্র : রয়টার্স ও দ্য গার্ডিয়ান।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর