চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মেয়ের মুখের ছবি, নাম, ঠিকানা, জন্মতারিখ, সনাক্তকরণ কার্ড এবং মোবাইল ফোন নম্বরসহ ব্যক্তিগত তথ্য একটি বিদেশি ওয়েবসাইট পোস্ট করে। শি এবং তার শ্যালকের তথ্যও এতে প্রকাশ করা হয়।
জানা গেছে, কর্তৃপক্ষ ২০১৯ সালের জুলাই মাস থেকে প্রকাশিত 'এসু উইকি' নামের একটি ওয়েবসাইটের সাথে সম্পর্কিত ব্যক্তিদের আটক করে, যারা এই তথ্য শেয়ার করে এবং তাদের মধ্যে ২৪ জনকে ২০২০ সালের ডিসেম্বরে জনশৃঙ্খলার অস্থিরতা এবং ব্যক্তিগত তথ্যের অপব্যবহারের দায়ে দোষী সাব্যস্ত করা হয়। এসু উইকি ওয়েবসাইটের অপারেটরকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালত বলেছে, তিনি 'অবৈধভাবে' তৃতীয় পক্ষের ব্যক্তিগত তথ্য পেয়েছেন।
এছাড়াও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মেয়ের ফাঁস হওয়া ব্যক্তিগত তথ্য পোস্ট করার অভিযোগে একটি ওয়েবসাইটের অপারেটরসহ কয়েক ডজন লোকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
এদিকে, নিউ তেঙ্গিউ নামে ২২ বছর বয়সী এক ব্যক্তির আইনজীবী এবং পরিচিতরা বলেছেন, কর্তৃপক্ষ তাকে নির্যাতনের মাধ্যমে স্বীকারোক্তি দিতে বাধ্য করেছে, যদিও সে নির্দোষ।
বিডি প্রতিদিন / অন্তরা কবির