আঞ্চলিক উত্তেজনার মধ্যে এবার দুই জাপানি দ্বীপের মধ্য দিয়ে প্রশান্ত মহাসাগর থেকে পূর্ব চীন সাগর পাড়ি দিয়েছে চীনা বিমানবাহী রণতরী। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এমনটাই জানিয়েছে। তবে টোকিও’র দাবি, বহরটি জাপানের আঞ্চলিক জলসীমা লঙ্ঘন করেনি।
জানা গেছে, সর্বশেষ লিয়াওনিং নামের একটি চীনা বিমানবাহী রণতরী দুই জাপানি দ্বীপ ঘেঁষে যাত্রা করে। এর আগে, সোমবার থেকে মঙ্গলবারে লিয়াওনিং আরো পাঁচটি জাহাজসহ ওকিনাওয়া মেইল আইল্যান্ড এবং মিয়াকোজিমা দ্বীপের মধ্যে দিয়ে পূর্ব চীন সাগরে যায়।
এর আগে, এপ্রিলের শুরুর দিকে এই একই বহর একই এলাকা দিয়ে প্রশান্ত মহাসাগরে ঢোকে। দ্বিতীয়বারের মতো চীনা বিমানবাহী জাহাজ দুটি জাপানের দ্বীপের মধ্যে দিয়ে গেছে। সূত্র : ডেইলি হ্যান্ট।
বিডি-প্রতিদিন/শফিক