ইসরায়েলে এক ধর্মীয় উৎসবে পদদলিত অন্তত ৪৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও বহু মানুষ।
দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় মেরোন পর্বতে হয় এ দুর্ঘটনা ঘটে। খবর হারেৎজ’র।
দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছে ন্যাশনাল এমার্জেন্সি সার্ভিস । হতাহতদের উদ্ধারে কাজ করছে জরুরি বিভাগ।
কর্তৃপক্ষ জানায়, অর্থোডক্স ইহুদিদের বার্ষিক ধর্মীয় উৎসব ‘লাগ বোমারে’ যোগ দিতে বৃহস্পতিবার রাতেই মেরোনে জড়ো হয় লাখো মানুষ। প্রত্যক্ষদর্শীরা জানায়, মধ্যরাতের পর ভিড় বাড়তে থাকায় নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ। হঠাৎ শুরু হয় হুড়োহুড়ি। পড়ে যায় অনেকে।
করোনা মহামারীর জন্য গত বছর এই আয়োজন হয়নি। তবে এ বছর সফল ভ্যাকসিন কার্যক্রমের পর ইসরায়েলে অনেক বিধিনিষেধ তুলে নেওয়া হয়।
এ ঘটনাকে বড় ধরনের বিপর্যয় হিসেবে আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
বিডি প্রতিদিন/কালাম