যুক্তরাজ্যে মাস্ক পরতে বাধ্য করায় ১২ বছর বয়সী এক স্কুলছাত্রী আইনি নোটিশ পাঠিয়েছে তার স্কুল কর্তৃপক্ষকে। তার দাবি, মাস্ক পরা বাচ্ছাদের দীর্ঘমেয়াদি মানসিক ও শারীরিক মারত্মক ক্ষতির কারণ হতে পারে। খবর বিবিসির।
আইনি নোটিশ পাওয়া প্রতিষ্ঠানের নাম টাপটন একাডেমী স্কুল ট্রাস্ট, যারা শেফিল্ড অঞ্চলে বেশ কয়েকটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা করে।
স্কুল কর্তৃপক্ষ বলছে, সরকারের নিয়ম মেনে করোনা মোকাবিলার জন্য সবাইকে মাস্ক পরতে উৎসাহ দেওয়া হয়। ১ হাজারের বেশি ছাত্র ছাত্রীদের মধ্য থেকে মাত্র একজনের পক্ষ থেকে এই অভিযোগ এসেছে ।
তবে আইনি নোটিশ পাঠানো সেই স্কুলছাত্রীকে ইতিমধ্যেই শারীরিক সমস্যার জন্য মাস্ক পরতে হবে না বলে তার স্কুল কর্তৃপক্ষ নির্দেশনা দিয়েছে।
বিডি প্রতিদিন/এমআই