লন্ডনের মেয়র পদে পুনর্নির্বাচিত হয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত সাদিক খান। ৫৫ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে সাদিক খান নির্বাচিত হয়েছেন। সাদিক খান লন্ডনের প্রথম মুসলিম মেয়র।
বিবিসির খবরে বলা হয়, লেবার পার্টির প্রার্থী সাদিক খান ১২ লাখ ৬ হাজার ৩৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির প্রার্থী শন বেইলি পেয়েছেন ৯ লাখ ৭৭ হাজার ৬০১ ভোট।
নির্বাচিত হওয়ার পর টুইট বার্তায় সাদিক খান বলেন, ‘ধন্যবাদ লন্ডন। আরও তিন বছর লন্ডনের সেবা করার সুযোগ পাওয়াটা আমার জীবনের সেরা সম্মান। এই শহরকে স্বনির্ভর করতে আমি চেষ্টার কোনো ত্রুটি করবো না। উজ্জ্বল ভবিষ্যৎ উপহার দেওয়া সম্ভব, এ জন্য আমরা সবাই একসঙ্গে কাজ করবো।’
বিডি প্রতিদিন/ফারজানা