১৩ মে, ২০২১ ২২:৩০

চিকিৎসার জন্য বিদেশ নেয়া হলো মোহাম্মদ নাসিদকে

অনলাইন ডেস্ক

চিকিৎসার জন্য বিদেশ নেয়া হলো মোহাম্মদ নাসিদকে

ফাইল ছবি

উন্নত চিকিৎসার জন্য জার্মানিতে নেওয়া হয়েছে বোমা হামলায় হত্যাচেষ্টায় গুরুতর আহত মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাসিদকে। তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও শঙ্কা কাটেনি, তাই তাকে বিদেশে নেওয়া হলো। খবর বিবিসির।

এর আগে, গত ৬ মে রাজধানী মালেতে বোমা বিস্ফোরণে আহত হওয়ার পর দীর্ঘ ১৬ ঘণ্টা অস্ত্রোপচারের মাধ্যমে তার ফুসফুস, পেট ও লিভার থেকে ধাতব বস্তু বের করা হয়। এরপর থেকেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন তিনি।

উল্লেখ্য, মালদ্বীপে প্রায়ই রাজনৈতিক অস্থিরতা দেখা যায়। ২০০৮ সালে বহু দলের অংশগ্রহণে মালদ্বীপে প্রথমবারের মতো অনুষ্ঠিত নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হন মোহাম্মদ নাসিদ। ২০১২ সালে এক অভ্যুত্থানে তাকে ক্ষমতাচ্যুত করা হয়।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর