ফিলিস্তিনে ভয়াবহ বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ফিলিস্তিনের গাজা উপত্যকায় শরণার্থী ক্যাম্পে বিমান থেকে বোমা হামলায় একই পরিবারের ছয় শিশু নিহত হয়েছে। এ নিয়ে ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৩ জনে। এর মধ্যে ৩৮ শিশু ও ২০ নারী রয়েছে।
জানা গেছে, ভূমধ্যসাগরের তীরবর্তী আল-শাতি শরণার্থী ক্যাম্পের বিমান থেকে ভয়াবহ এই হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে একই পরিবারের ছয় শিশু ওই পরিবারের সাতজন নিহত হয়। আহত হয় আরও কমপক্ষে ২০ জন।
ফিলিস্তিনের মা’ন নিউজ এজেন্সির বরাত দিয়ে এ খবর দিয়েছে প্রেসটিভি।
বিডি প্রতিদিন/কালাম