ফিলিস্তিনে আজ শনিবারও বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। জাতিসংঘ জানিয়েছে, হামলা থেকে বাঁচতে এ পর্যন্ত ১০ হাজার ফিলিস্তিনি বাড়ি-ঘর ছেড়েছে।
গত সোমবার থেকে ফিলিস্তিনে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। বোমা হামলায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছে ১৩৭ জন, এর মধ্যে ৩৬টি শিশুও রয়েছে। হামলায় এ পর্যন্ত ৯২০ জন আহত হয়েছে।
গাজায় শরণার্থী শিবিরেও হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় ৭টি শিশু ও দুইজন নারী প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ১৫ জন। আহতদের মধ্যে ওমর নামের একটি শিশুও রয়েছে। অনেকে ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/ফারজানা