গত কয়েকদিন ধরে ইসরায়েলের বিমান হামলায় শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনে হামলার প্রতিবাদে পাল্টা দেড় সহস্রাধিক রকেট হামলা চালিয়েছে হামাস। চলমান এই দ্বন্দ্ব অবসানে বিশ্বজুড়ে চলছে বিক্ষোভ প্রতিবাদ।
নিউইয়র্কে ইসরায়েলের বিরুদ্ধে ইহুদিদের বিক্ষোভ
নিউইয়র্কের টাইমস স্কয়ারে ইসরায়েলের সমর্থকদের সমাবেশের সময় ফিলিস্তিনের সমর্থনে পতাকা ও প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এক অর্থোডক্স ইহুদিকে। প্ল্যাকার্ডে ইহুদি সম্প্রদায়ের পক্ষ থেকে ইসরায়েলের সহিংতার নিন্দা জানানো হয়েছে।
ইসরায়েলের সমর্থনে মিছিল
টাইমস স্কয়ারে ইসরায়েলের সমর্থকদের প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। প্ল্যাকার্ডে লেখা ছিল ‘ইসরায়েল ইজ আন্ডার অ্যাটাক’। এসময় এক ফিলিস্তিন সমর্থক অর্থোডক্স ইহুদির সাথে তর্কে জড়িয়ে পড়েন ইসরায়েল সমর্থক এক নারী।
ম্যানহাটনে ইসরায়েল বনাম ফিলিস্তিন
ম্যানহাটনে ইসরায়েল কনস্যুলেটের সামনে ইসরায়েলি সমর্থকদের সঙ্গে বিতণ্ডায় জড়িয়েছেন এক ফিলিস্তিন সমর্থক নারী।
ফিলিস্তিনিদের বিক্ষোভ
ইসরায়েলি কনস্যুলেটের সামনে প্রতিবাদের পর ফিলিস্তিন সমর্থকরা নিউইয়র্কের টাইমস স্কয়ারে জড়ো হয়ে প্রতিবাদ জানান।
‘ইসরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র’
ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ হয়েছে জামার্নির মিউনিখে। প্ল্যাকার্ডে লেখা ছিল ‘ইসরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র’৷
ইরানে বিক্ষোভ সমাবেশ
ইরানের রাজধানী তেহরানে ফিলিস্তিনের সমর্থনে সমাবেশে যোগ দেন হাজারো মানুষ।
ফিলিস্তিনের পতাকা নিয়ে বিক্ষোভ সাউথ আফ্রিকায়
সাউথ আফ্রিকার কেপ টাউনে পার্লামেন্টের বাইরে ফিলিস্তিনের পতাকা নিয়ে বিক্ষোভ করছেন কয়েকশ’ মানুষ।
স্যান্ডটন, সাউথ আফ্রিকা
স্যান্ডটনে ইসরায়েল ট্রেড অফিসের সামনে প্ল্যাকার্ড হাতে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত বন্ধের আহ্বান বিক্ষোভকারীদের।
লন্ডনে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ
ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ সমাবেশে পতাকা আর প্ল্যাকার্ড হাতে হাজির হন হাজারো সমর্থক।
বিক্ষোভের ঢেউ কেনিয়ায়
ফিলিস্তিনের সমর্থনে প্রতিবাদ সমাবেশের সময় বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ছুঁড়ে পুলিশ।
ইস্তাম্বুলে ইসরায়েল কনস্যুলেটের সামনে বিক্ষোভ
তুরস্কের ইস্তাম্বুল শহরে ইসরায়েল কনস্যুলেটের সামনে ফিলিস্তিনের পতাকা হাতে বিক্ষোভ।
ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ
ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বিমান হামলার প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ করেছে ধর্মভিত্তিক রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন