তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সাম্প্রতিক বক্তব্যের কড়া সমালোচনা করল মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের মতে, এরদোয়ান ইহুদিবিদ্বেষী কথা বলেছেন।
গাজা ভূখণ্ডে ইসরায়েলের আক্রমণ নিয়ে অত্যন্ত কড়া মনোভাব দেখিয়েছেন এরদোয়ান। হামাস বনাম ইসরায়েলের লড়াইয়ে পুরোপুরি জেরুজালেমকে দায়ী করে তিনি খুবই কঠোর বিবৃতি দিয়েছেন। তারপরই আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস জানিয়েছেন, এরদোয়ানের সাম্প্রতিক ইহুদিবিদ্বেষী মনোভাবের কড়া নিন্দা করছে আমেরিকা।
নেড প্রাইস বলেছেন, আমরা প্রেসিডেন্ট এরদোয়ানের কাছে আবেদন করছি যে, তিনি যেন এই ধরনের উত্তেজনা সৃষ্টিকারী মন্তব্য না করেন।
এরদোয়ান কী বলেছিলেন?
এরদোয়ান বলেছিলেন, ফিলিস্তিনের বিরুদ্ধে সন্ত্রাসবাদ চালাচ্ছে ইসরায়েল। ওরা খুনি। ওরা পাঁচ, ছয় বছরের বাচ্চাদের খুন করে। ওরা রক্ত চুষে একমাত্র সন্তুষ্ট হয়।
এরদোয়ান বরাবরই ফিলিস্তিনের কট্টর সমর্থক। তিনি এবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকেও ছাড়েননি। তিনি বলেছেন, বাইডেনের হাতেও রক্ত লেগে আছে। কারণ, তিনি ইসলরায়েলকে সমর্থন করছেন।
সূত্র: ডয়চে ভেলে, এএফপি, রয়টার্স
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ