মিয়ানমারের শিক্ষক ফেডারেশনের তথ্যমতে, সামরিক অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে যোগদানের জন্য মিয়ানমারে প্রায় ১ লাখ ২৫ হাজার ৯০০ স্কুল শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এছাড়াও ১৯ হাজার ৫০০ জন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারীকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।
দেশটির এক শিক্ষক বলেন, 'সামরিক সরকার এমন ঘোষণার মাধ্যমে দেশের মানুষকে কাজে ফিরে আসার হুমকি দিচ্ছেন। কারণ তারা যদি এতোগুলো মানুষকে এক সঙ্গে গুলি করে মেরে ফেলেন, তাহলে সম্পূর্ণ সিস্টেমটাই ধ্বংস হয়ে যাবে।' কাজে ফিরে আসলে এই ঘোষণা তুলে নেওয়া হবে বলে তাকে আশ্বস্ত করা হয়েছিল বলেও জানান তিনি।
২০১৯ সালের তথ্যনুযায়ী, মিয়ানমারে প্রায় ৪ লাখ ৩০ হাজার স্কুল শিক্ষক রয়েছেন। নতুন বছরে স্কুল শুরুর কয়েকদিন আগে বরখাস্তের এমন ঘটনা ঘটলো। দেশের এক দশকের গণতন্ত্রকে পূনরুদ্ধারের জন্য এ দিন শিক্ষক এবং অভিভাবকরা স্কুলের কর্মকান্ড থেকে নিজেদের সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন।
প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে যাতে দেশটির নেতা অং সান সুচি এবং তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) পুনঃনির্বাচিত হয় এবং সরকার গঠন করে এমন অভিযোগ এনে দেশটির সশস্ত্র বাহিনী গত ফেব্রুয়ারি মিয়ানমারে সামরিক অভ্যুত্থান ঘটায়। এরপরই দেশটির সেনাবাহিনী এক বছর ব্যাপী জরুরি অবস্থা জারি করে। সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন / অন্তরা কবির