সৌদি আরবের অন্তত তিন সেনাকে সম্প্রতি মৃত্যুদণ্ড দেয়া হয়েছে ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি না হওয়ায় বলে জানা গেছে। সৌদি লিকস নামে গোপন তথ্য ফাঁসকারী একটি ওয়েবসাইটে জানানো হয়েছে যে, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়।
এতে আরও বলা হয়, এসব সেনা ইয়েমেনের বিরুদ্ধে ক্লান্তিকর ও অর্থহীন যুদ্ধ করতে রাজি নয়। দীর্ঘ ছয় বছরের যুদ্ধে বহু সেনা হতাশ হয়ে পড়েছে এবং তাদের অনেকেই এখন মনোবল হারিয়েছে।
উল্লেখ্য, ইয়েমেনের সাথে প্রায় ছয় বছর ধরে যুদ্ধ চলছে সৌদি আরবের। এই যুদ্ধে এখন পর্যন্ত এক লাখ ১০ হাজারের বেশি মানুষ মারা গেছে বলে ধারণা করা হয়। এছাড়া ইয়েমেনের লাখ লাখ নাগরিককে দুর্ভিক্ষের মুখোমুখি হয়েছেন। সূত্র : পার্সটুডে।
বিডি-প্রতিদিন/শফিক