বিয়ে না করায় পরিবারের সদস্যদের হাতে খুন হয়েছেন ইরানি চলচ্চিত্রকার বাবাক খররামদিন। অবিবাহিত জীবনযাপন করা নিয়ে বাবার সঙ্গে তর্কের জের ধরে ‘অনার কিংলিং’ বা পারিবারিক মর্যাদা রক্ষার দোহাইয়ে খুন করা হয় তাকে।
সম্প্রতি ইরানের তেহরান ক্রিমিনাল কোর্টে নিজ ছেলেকে হত্যার কথা স্বীকার করেন তার বাবা। তিনি জবানবন্দীতে বলেন, বাবাক খররামদিনকে হত্যার পরে মৃতদেহ টুকরো-টুকরো করেন এবং তা ময়লার স্তূপে ফেলে দেন।
ইরানের তেহরান ক্রিমিনাল কোর্টের প্রধান মোহাম্মদ শাহরিয়ারি-এর বরাতে এই প্রতিবেদন প্রকাশ করেছে আরব নিউজ।
আরব নিউজের খবরে বলা হয়েছে, তেহরানের পশ্চিমাঞ্চলের একবাতান শহরের একটি ময়লার ব্যাগ ও একটি সুটকেসে গত শনিবার বাবাকের মৃতদেহের বিভিন্ন টুকরো পায় ইরানি পুলিশ। এরপর তদন্তে পুলিশ তাদের বাসাতেই ওই হত্যার প্রমাণ পেয়েছে তারা। এ সময় বাবাকের বাবা-মাকে গ্রেফতার করা হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর