উড্ডয়নের পরপরই অবতরণে বাধ্য হয়েছে মার্কিন ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে বহনকারী উড়োজাহাজ। ভাইস-প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর রবিবার (৬ জুন) প্রথম আন্তর্জাতিক সফরে গুয়েতেমালায় যাচ্ছিলেন তিনি। কিন্তু কারিগরি ত্রুটির কারণে উড়োজাহাজটি ফিরে আসতে বাধ্য হয়েছে। খবর সিএনএনর।
ওয়াশিংটনের উপকণ্ঠে জয়েন্ট অ্যান্ড্রু বেসে উড়োজাহাজ থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের কমলা হ্যারিস বলেন, আমি ভালো আছি, আমি ভালো আছি। আমরা সবাই প্রার্থনা করেছি। কিন্তু সৌভাগ্যক্রমে আমরা ভালো আছি।
হ্যারিসের মুখপাত্র সিমন স্যান্ডার্স বলেন, ভাইস-প্রেসিডেন্ট উড়োজাহাজ পরিবর্তন করবেন। তার সফরের ক্ষেত্রে খুব বেশি বিলম্ব হবে না। এটি কারিগরি সমস্যার ব্যাপার। এতে খুব বড় একটা নিরাপত্তা ঝুঁকি ছিল না।
এর বাইরে অতিরিক্ত তথ্য দিতে অস্বীকার করেন তিনি। তবে বিমানে থাকা এক সাংবাদিক বলেন, এয়ার ফোর্স টু উড়োজাহাজটি উড্ডয়নের পরে অস্বাভাবিক শব্দ হচ্ছিল। কিন্তু খুব স্বাভাবিকভাবেই অবতরণ করতে পেরেছে।
বিডি প্রতিদিন/হিমেল