দক্ষিণ পশ্চিম সাইবেরিয়ার কেমেরোভো অঞ্চলে একটি দুই ইঞ্জিন বিশিষ্ট এল-৪১০ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। সেই সঙ্গে আরো অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। শনিবার এই ঘটনা ঘটে। লোকাল ইমার্জেন্সি মেডিকেল সার্ভিসের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রয়টার্স।
এর আগে টিএএসএস সংবাদ সংস্থা দুর্ঘটনায় অন্তত সাত জন নিহত হওয়ার খবর দিয়েছিল। তাস আরও জানায়, একটি বনের ভেতরে বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার আগে বিমানটির ক্রু ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার সঙ্কেত পাঠিয়েছিলেন।
আহতদের হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানান জরুরি চিকিৎসা সেবা মুখপাত্র। দুর্ঘটনাস্থলে এখনো উদ্ধার ও তাল্লাশি অভিযান চলছে। সূত্র: রয়টার্স।
বিডি প্রতিদিন/আরাফাত
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        