২১ জুন, ২০২১ ১০:৫২

ইরানের একমাত্র পরমাণু বিদ্যুৎকেন্দ্র বন্ধ ঘোষণা

অনলাইন ডেস্ক

ইরানের একমাত্র পরমাণু বিদ্যুৎকেন্দ্র বন্ধ ঘোষণা

ইরানের একমাত্র পরমাণু বিদ্যুৎকেন্দ্র জরুরি ভিত্তিতে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। দেশটির বুশেহর শহরে অবস্থিত এই পরমাণু বিদ্যুৎকেন্দ্রটি আগামী তিন থেকে চার দিন বন্ধ থাকবে বলে জানিয়েছে দেশটির বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা গোলাম আলী রাখশানিমেহের।

আরব নিউজ ইরানের টেলিভিশনের বরাত দিয়ে এই প্রতিবেদন প্রকাশ করেছে।

ইরানের বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা গোলাম আলী রাখশানিমেহের এক টকশোতে বলেন, বুশেহর পরমাণু বিদ্যুৎকেন্দ্র শনিবার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। এটি ‘তিন থেকে চার দিন বন্ধ থাকবে।’ এর কারণে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিতে পারে বলে জানান গোলাম আলী।

কেন বন্ধ করা হল এ বিদ্যুৎকেন্দ্র সে বিষয়ে তিনি বিস্তারিত কিছুই বলেননি। তবে জরুরি ভিত্তিতে এ পরমাণু বিদ্যুৎকেন্দ্র বন্ধের ঘটনা এটিই প্রথম। বুশেহর শহরে অবস্থিত এ পরমাণু বিদ্যুৎকেন্দ্র ২০১১ সালে রাশিয়ার সহযোগিতায় কার্যক্রম শুরু করে।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর