২২ জুন, ২০২১ ১১:৪৬

শ্রীলঙ্কায় খাবার কিনতে গিয়ে লাঞ্চিত হয়েছেন মুসলমানরা!

অনলাইন ডেস্ক

শ্রীলঙ্কায় খাবার কিনতে গিয়ে লাঞ্চিত হয়েছেন মুসলমানরা!

সংগৃহীত ছবি

শ্রীলঙ্কায় মুসলিমদের অপমানিত ও লাঞ্চিত করার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল কিছু ছবিতে দেখা যায়, সামরিক বাহিনী মুসলমানদের রাস্তার ওপর হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছে। রাজধানী কলম্বো থেকে প্রায় ৩০০ কিলোমিটার পূর্বে ইরাভুর শহরে এ ঘটনা ঘটেছে।

এছাড়াও তাদের হাত ওপরের দিকে তুলে রাখতে বাধ্য করেছে। মুসলিমরা দুটি রেস্তোরাঁয় খাবার কিনতে গিয়েছিলেন। আর এরপরই লকডাউন আইন লঙ্ঘনের অজুহাত দেখিয়ে সশস্ত্র সেনারা মুসলমানদের ওপর এই অমানবিক আচরণ করে।

স্থানীয়রা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি, মুসলিমদের অবমাননা করার জন্যই এসব করা হয়েছে। কারণ এ ধরনের শাস্তি দেওয়ার কোনো ক্ষমতা সেনা সদস্যদের দেওয়া হয়নি। 

ঘটনার পর সেনাবাহিনীর পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, ইরাভুর এলাকায় এমন হয়রানির কিছু সুনির্দিষ্ট ছবি ভাইরাল হওয়ার পর মিলিটারি পুলিশ এরই মধ্যে তদন্ত শুরু করেছে। এ অভিযোগে এরই মধ্যে অফিসার ইনচার্জকে সরিয়ে দেয়া হয়েছে। সেনাবাহিনীর যেসব সদস্য এমন আচরণ করেছে তাদের বিরুদ্ধে কঠোরভাবে শৃংখলা ভঙের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, করোনায় মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় শ্রীলঙ্কায় এক মাসের লকডাউন চলছে। সূত্র: আল জাজিরার

 

বিডি প্রতিদিন/ অন্তরা কবির  

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর