২৩ জুন, ২০২১ ০৭:১৩

‘ইসরায়েলের বিরুদ্ধে পশ্চিম তীরের সংগঠনগুলোকে সক্রিয় হতে’

অনলাইন ডেস্ক

‘ইসরায়েলের বিরুদ্ধে পশ্চিম তীরের সংগঠনগুলোকে সক্রিয় হতে’

অধিকৃত পশ্চিম তীরের প্রতিরোধকামী সব সংগঠনকে ইহুদিবাদী ইসরায়েলের সামরিক বাহিনী এবং অবৈধ বসতি স্থাপনকারী ইহুদীদের বিরুদ্ধে সক্রিয় হতে হবে জানিয়েছে ইসলামি জিহাদ।

সংগঠনটি বলেছে, নিজেদেরকে রক্ষা করার সব ধরনের অধিকার ফিলিস্তিনিদের রয়েছে। প্রতিমুহূর্তে ফিলিস্তিনি লোজনের যে মর্যাদাহানি করা হচ্ছে, তা রক্ষা করার অধিকারও তাদের রয়েছে।

গতকাল মঙ্গলবার (২২ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জিহাদ আন্দোলনের মুখপাত্র তারিক সালামি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দখলদার ইহুদিবাদী সেনাদের দেয়া নিরাপত্তা সুবিধা ব্যবহার করে অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিরা আমাদের ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে নানামুখী সন্ত্রাসী কার্যকলাপ এবং আগ্রাসন চালিয়ে আসছে। ইহুদিবাদী সেনারা বিভিন্ন শহর, গ্রাম ও ক্যাম্প দখল করে নিচ্ছে এবং আমাদের লোকজনের ওপর হামলা চালাচ্ছে, বিভিন্ন চেকপোস্টে আটক ও হত্যাকাণ্ড সংঘটিত করছে।’   

এ অবস্থায় ফিলিস্তিনি প্রতিরোধকামী সংগঠনগুলোকে পুরো পশ্চিম তীরে তাদের কর্মকাণ্ড পরিচালনায় সক্রিয় হওয়ার আহ্বান জানান জিহাদ আন্দোলনের এই মুখপাত্র।

তিনি বলেন, বল প্রয়োগ ছাড়া ইহুদিবাদীরা অন্য কোনো ভাষা বোঝে না। তিনি সুস্পষ্ট করে বলেন, অবৈধ ইহুদি বসতিগুলো ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের বৈধ লক্ষ্যবস্তু। সূত্র: পার্সটুডে

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর