ইসরায়েলি জেলে ৫৩ দিনের অনশনে আছেন ফিলিস্তিনি গাদানফার আবু আতওয়ান। বেআইনিভাবে আটক করার প্রতিবাদে তিনি এই কর্মসূচি পালন করছেন। ফিলিস্তিনের প্রিজনার কমিশন এমনটাই জানিয়েছে।
জানা গেছে, ইসরাইলি প্রশাসনের অবৈধ আটকাদেশের বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে অনশন করায় তার স্বাস্থ্য দ্রুত অবনতির দিকে যাচ্ছে আতওয়ানের। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ফিলিস্তিনি গণমাধ্যম প্যালেস্টাইন ক্রনিকল।
দু’দিন আগে ইসরায়েলের হাইকোর্ট জানিয়েছে, অনশন করা বন্ধ করলে আবু আতওয়ানের প্রশাসনিক আটকাদেশ স্থগিত করা হবে। কিন্তু, আবু আতওয়ান দাবি করেছেন প্রশাসনিক আটকাদেশ স্থগিত করার বদলে তাকে বেকসুর খালাস দেয়া হোক।
মেডিকেল পরীক্ষায়ও দেখা গেছে যে প্রকৃতপক্ষেই আবু আতওয়ানের স্বাস্থ্যের মারাত্মক অবনতি হয়েছে। এ কারণে ইসরায়েলের সামরিক প্রসিকিউটার আদালতকে বলেছেন, ‘আবু আতওয়ানের প্রশাসনিক আটকাদেশ স্থগিত করা হোক।’
বিডি-প্রতিদিন/শফিক