প্রায় ২০ বছর পর আফগানিস্তানের বাগরামঘাঁটি ছেড়ে গেছে যুক্তরাষ্ট্র। আর তাদের বাগরামঘাঁটি ছাড়ার মুহূর্তটিকে ঐতিহাসিক হিসেবে বর্ণনা করেছে তালেবান।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তালেবানের মুখপাত্র সোহাইল শাহীন এ কথা বলেন। তিনি বলেন, গত সপ্তাহে বাগরামঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের ‘মুহূর্তটি ছিল ঐতিহাসিক’।
এর আগে শুক্রবার তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছিলেন— আমরা এ ঘটনাকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচনা করছি।
আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে ৫০ কিলোমিটার উত্তরে বাগরাম বিমানঘাঁটি অবস্থিত। এটি আফগানিস্তানের সবচেয়ে বড় বিমানঘাঁটি।
উল্লেখ্য, আফগানিস্তান থেকে বিদেশি সৈন্যরা চলে যাওয়ার পরে একের পর এক এলাকা দখলে নিচ্ছে তালেবান যোদ্ধারা। ইতিমধ্যে তারা দেশটির দেশটির ৪২১টি জেলার মধ্যে ১৪০টি জেলা দখলে নিয়েছে তালেবান।
বিডি প্রতিদিন/আবু জাফর