সিরিয়ায় বন্দীশিবিরে ইসলামিক স্টেট গোষ্ঠীর পতনের পর যেসব জিহাদিদের আটক করে রাখা হয়েছিল, তাদের মধ্যে থেকে মা ও শিশুদের ফিরিয়ে নিল বেলজিয়াম। জানা গেছে, সেখান থেকে ছয় জন নারী এবং তাদের ১০টি শিশুকে বিমানে করে ফিরিয়ে নিয়েছে দেশটি। খবর বিবিসি বাংলার।
যদিও তিনজন মা ও তাদের সাত ছেলেমেয়ে বেলজিয়ামে ফিরে যাবার প্রস্তাব প্রত্যাখ্যান করে বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, উত্তর সিরিয়ার রোজ এলাকায় অবস্থিত শিবিরটি থেকে বেলজিয়ামে ফিরে যাবার পর এই নারীদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে সন্ত্রাসদমন আইনে অভিযোগ আনা হবে। আর তাদের শিশুদের নেয়া হবে পরিচর্যা কেন্দ্রে।
উল্লেখ্য, ২০১৯ সালে আইএসের পতনের পর এবারই সবচেয়ে বেশি সংখ্যায় তাদের সন্দেহভাজন সদস্যদের দেশে ফিরিয়ে নেয়া হলো। এর আগে, আই এসে যোগ দেবার জন্য ইউরোপ থেকে সিরিয়ায় যাওয়া শত শত লোক এখন উত্তর সিরিয়ায় বন্দীশিবিরে অবস্থান করছে। এদের মধ্যে নারী ও শিশুও আছে। এ বন্দীশিবিরগুলো পরিচালনা করছে কুর্দি মিলিশিয়া বাহিনী।
বিডি-প্রতিদিন/শফিক