এর আগে, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নেভি সিল বা এলিট ফোর্সে কোনো নারী সদস্য ছিল না। সেই ধারা ভেঙে এবার বাহিনীটিতে যুক্ত হতে যাচ্ছেন এক নারী। যদিও পেন্টাগনের নিয়ম মেনে তার পরিচয় প্রকাশ করা হয়নি। খবর বিবিসির।
জানা গেছে, সম্প্রতি ওই নারী স্পেশাল ওয়ারফেয়ার কমব্যাট্যান্ট ক্রাফট ক্রুমেন (এসডব্লিউসিসি) নামের বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম সফলভাবে শেষ করেছেন। ৩৭ সপ্তাহের গেরিলা প্রশিক্ষণ সফলতার সঙ্গে শেষ করায় তিনি এখন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর গোপন ও উচ্চ ঝুঁকির অভিযানগুলোয় অংশ নিতে পারবেন।
উল্লেখ্য, এর আগে ২০১৫ সালে মার্কিন সামরিক বাহিনী এলিট ফোর্সে নারীদের অংশগ্রহণের অনুমতি দিয়েছে। কিন্তু গত কয়েক বছরে বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম শেষ করতে পারেনি কেউ। এবারই প্রথম কোনো নারী তা করতে পেরেছেন।
বিডি-প্রতিদিন/শফিক