তিন দশকের মধ্যে প্রথমবারের মতো চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভারতের তিব্বত সীমান্ত পরিদর্শন করেছেন। তিনি গত বুধবার (২১ জুলাই) থেকে তিব্বতে 'গোপন সফরে' আছেন। ইতিমধ্যে তার এই সফর সবার আগ্রহের কেন্দবিন্দুতে পরিণত হয়েছে। চীনের একটি জনপ্রিয় সংবাদমাধ্যমে গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছে।
অরুণাচল প্রদেশের সীমান্তবর্তী নিয়াংচি এয়ারপোর্টে নামার পরে রেললাইন পরিদর্শন করেন জিনপিং। এছাড়াও ব্রহ্মপুত্র নদীও পরিদর্শন করেন তিনি। ব্রহ্মপুত্র নদকে তিব্বতি ভাষায় ইয়ারলুং জাংবো নদী বলা হয়।
সোশ্যাল মিডিয়ায় বৃহস্পতিবার থেকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, শি জিনপিং লাসা সফর করছেন। তবে শুক্রবার আনুষ্ঠানিকভাবে তার সফর নিশ্চিত করা হয়েছে। সূত্র: হিন্দুস্তান টাইমস
বিডি প্রতিদিন / অন্তরা কবির