২৫ জুলাই, ২০২১ ১৯:২৫

আফ্রিকান ইউনিয়নে মর্যাদার আসনে ইসরায়েল, যা বলছে হামাস

অনলাইন ডেস্ক

আফ্রিকান ইউনিয়নে মর্যাদার আসনে ইসরায়েল, যা বলছে হামাস

ফাইল ছবি

আফ্রিকান ইউনিয়নে ইসরায়েলকে পর্যবেক্ষকের মর্যাদা দেওয়ার কঠোর সমালোচনা করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। আফ্রিকান ইউনিয়নের এই সিদ্ধান্ত দুঃখজনক এবং তিরস্কারযোগ্য জানিয়ে সংগঠনটি গতকাল শনিবার এক বিবৃতি প্রকাশ করে। খবর পার্সটুডের।

হামাস বলেছে, ইসরায়েলকে পর্যবেক্ষকের মর্যাদা দেয়ার সিদ্ধান্ত দখলদার এই শক্তিকে আমাদের সীমান্তে উপস্থিতির বৈধতা দেবে, ফিলিস্তিনিদের অধিকার অস্বীকার করার পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ দেবে এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে যে বর্বরতা চালিয়ে আসছে তা অব্যাহত রাখার সুযোগ পাবে।

দুঃখজনকভাবে যে আফ্রিকান ইউনিয়ন এই সিদ্ধান্ত নিয়েছে তারা অতীতে দাসত্ব এবং উপনিবেশবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করেছে এবং এজন্য তাদেরকে চরম মূল্য দিতে হয়েছে। আমরা আফ্রিকান ইউনিয়ন থেকে দখলদার ইসরায়েলের দ্রুত বহিষ্কার চাই এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানাই বলেও জানিয়েছে হামাস।

সূত্র : পার্সটুডে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর