২৫ জুলাই, ২০২১ ২১:১৭

যুদ্ধের জন্য মার্কিন সেনা প্রয়োজন নেই : ইরাকি প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

যুদ্ধের জন্য মার্কিন সেনা প্রয়োজন নেই : ইরাকি প্রধানমন্ত্রী

ফাইল ছবিতে ইরাকের প্রধানমন্ত্রী (উপরে)

উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াই করার জন্য মার্কিন সেনাদের তার দেশে প্রয়োজন নেই বলে জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাজেমি। তিনি বলেন, মার্কিন সেনা প্রত্যাহারের ব্যাপারে আনুষ্ঠানিক সময়সীমা ঘোষণা হবে চলতি সপ্তাহে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের ফলাফলের পর।

এক সাক্ষাৎকারে বার্তা সংস্থা এপি-কে তিনি এমনটাই জানিয়েছেন। মুস্তাফা আল-কাজেমি আরও বলেন, প্রশিক্ষণ এবং সামরিক গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য ইরাক এখনো আমেরিকার কাছে সহযোগিতা চায় তবে কম্ব্যাট ট্রুপ প্রত্যাহার করার ব্যাপারে আমেরিকার কাছ থেকে সুনির্দিষ্ট সময়সীমা চাইবে। 

উল্লেখ্য, গত এপ্রিল মাসে ওয়াশিংটন এবং বাগদাদের মধ্যে আলোচনার পর আমেরিকা ইরাক থেকে সেনা প্রত্যাহারের কথা ঘোষণা করেছিল। এদিকে, ইরাকের মাটি থেকে মার্কিন সেনাদের বহিষ্কারের ব্যাপারে ইরাক সরকারের ওপর দিন দিন চাপ বাড়ছে বলেও ইঙ্গিত দিয়েছে দেশটি। সূত্র : পার্সটুডে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর