শিরোনাম
২৭ জুলাই, ২০২১ ০৩:৪৩

তিউনিসিয়ার প্রধানমন্ত্রীকে বরখাস্তের পরও তুমুল বিক্ষোভ, নামানো হল সেনাবাহিনী

অনলাইন ডেস্ক

তিউনিসিয়ার প্রধানমন্ত্রীকে বরখাস্তের পরও তুমুল বিক্ষোভ, নামানো হল সেনাবাহিনী

বেশ কয়েক দিন ধরে তিউনিসিয়ার প্রধানমন্ত্রী হিসেম মিসিসির পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশটির প্রধান প্রধান শহরে। এর মধ্যে রবিবার তিউনিসিয়া সংসদ ভেঙে প্রধানমন্ত্রী হিচেম মিচিচিকে বরখাস্ত করা হয়েছে। এরপরও পরিস্থিতি স্থিতিশীল হয়নি দেশটিতে। খবর আল জাজিরার।

জানা গেছে, প্রধানমন্ত্রী বরখাস্ত হওয়ার পরও পার্লামেন্টের বাইরে জনগণ তুমুল বিক্ষোভ অব্যাহত রেখেছেন। আন্দোলনকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়লে, পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গতকাল সোমবার দেশটিতে সেনাবাহিনী নামানো হয়েছে। সেনাবাহিনীর একটি দল পার্লামেন্টের বাইরে অবস্থান করছে এবং নিরাপত্তা রক্ষায় ব্যারিকেড দিয়েছে। এখন দেশটির পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তা স্পষ্ট নয়।

উল্লেখ্য, মহামারী করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারি বিধিনিষেধের কারণে অর্থনৈতিক সংকটে পড়েছে তিউনিসিয়া। একইসঙ্গে দেশটিতে রাজনৈতিক দলগুলোর বিবাদের কারণে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। এতে বেকারত্ব ও টিকা না পাওয়ার কারণে বিক্ষোভ শুরু হয়।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর