২৯ জুলাই, ২০২১ ২১:০৫

ফ্রান্সে ট্রেনে-ক্যাফেতে চালু হচ্ছে এন্টি-কোভিড পাস

অনলাইন ডেস্ক

ফ্রান্সে ট্রেনে-ক্যাফেতে চালু হচ্ছে এন্টি-কোভিড পাস

ফ্রান্সের পার্লামেন্ট যে ভ্যাকসিন পাসপোর্ট আইন অনুমোদন করেছে তা আগামী ৯ আগস্ট থেকে ক্যাফে, ট্রেন ও বিমানে বাধ্যতামূলক করা হয়েছে

ফ্রান্সের পার্লামেন্ট যে ভ্যাকসিন পাসপোর্ট আইন অনুমোদন করেছে তা আগামী ৯ আগস্ট থেকে ক্যাফে, ট্রেন ও বিমানে বাধ্যতামূলক করা হয়েছে। দেশটির সরকারের একজন মুখপাত্র বুধবার এ কথা জানান

ভ্যাকসিন পাসপোর্ট আইনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ বিক্ষোভের প্রেক্ষাপটে গত রবিবার ফ্রান্সের পার্লামেন্টের উচ্চ ও নিম্নকক্ষের আইন প্রণেতাদের মধ্যে সমঝোতার ভিত্তিতে আইনটি অনুমোদিত হয়।

পাসটিতে টিকার সবগুলো ডোজ, করোনা নেগেটিভের এবং সংক্রমণ থেকে সম্প্রতি সেরে উঠার তথ্য থাকবে। এই আইনে স্বাস্থ্যকর্মী এবং কেয়ারার্সদের জন্য টিকা নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। যাদুঘর, সিনেমা ও কালচারাল ভেনুসহ যেসব জায়গায় ৫০ জনের বেশি মানুষ জড়ো হচ্ছে সেখানে ২১ জুলাই থেকে এই পাস বাধ্যতামূলক করা হয়।
 
এদিকে করোনার ডেল্টা ধরনের কারণে ফ্রান্সের করোনা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। গড়ে প্রতিদিন ১৯ হাজার লোক করোনায় সংক্রমিত হচ্ছে। এটি এক সপ্তাহ আগের চেয়ে ৯৭ শতাংশ বেশি।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর