লেবাননে কয়েকদফা বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। এর জবাবে লেবাননও পাল্টা রকেট হামলা চালায় ইসরায়েলে। হামলা পাল্টা হামলার মধ্যে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ হুশিয়ারি দিয়ে বলেছে, তারা ইসরায়েলের যেকোনো আগ্রাসনের দাঁতভাঙা জবাব দেবে।
সংগঠনটির মহাসচিব হাসান নাসরুল্লাহ বলেন, তাদের সংগঠন নতুন করে যুদ্ধ চায় না। তবে কেউ যুদ্ধের উসকানি দিলে তাকে ছাড় দেওয়া হবে না।
উল্লেখ্য, ২০০৬ সালের ৩৩ দিনব্যাপী যুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে বিজয়ের বার্ষিকী উপলক্ষে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি হিজবুল্লাহর যুদ্ধ প্রস্তুতি সম্পর্কে এই বক্তব্য দেন। ওই যুদ্ধের দীর্ঘ ১৫ বছর পর গত বৃহস্পতিবার দখলদার ইসরায়েল দক্ষিণ লেবাননের কয়েকটি গ্রামে বিমান হামলা চালায়। ইসরায়েলি বিমান থেকে নিক্ষিপ্ত ফসফরাস বোমার আগুনে লেবাননের ফসলের ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে।
হিসবুল্লাহর মহাসচিব আরও বলেন, তাদের সংগঠনের যোদ্ধারা আগের যেকোনো সময়ের থেকে অনেক বেশি প্রস্তুত এবং অত্যাধুনিক সমরাস্ত্রে সমৃদ্ধ। ১৫ বছর আগের তুলনায় হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ভাণ্ডার এখন অনেক বেশি সমৃদ্ধ এবং এই সংগঠনের কাছে এমন বহু ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে, যা দিয়ে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানা সম্ভব। সূত্র: আল-জাজিরা
বিডি প্রতিদিন/আবু জাফর