আবারো লেবানন ও ইসরায়েল সীমান্ত সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। গুতেরেসের প্রেস দপ্তরের এক বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে। খবর সিনহুয়ার।
বিবৃতিতে আরও বলা হয়েছে, মহাসচিব ইসরায়েলে রকেট হামলা এবং লেবাননে পাল্টা বিমান ও কামান হামলাসহ সাম্প্রতিক উত্তেজনা ছড়িয়ে পড়ার ব্যাপারে গভীর উদ্বেগের কথা প্রকাশ করেন।
এতে মহাসচিব সকল পক্ষকে সর্বোচ্চ ধৈর্য বজায় রাখার আহ্বানও জানিয়েছেন। উল্লেখ্য, ব্লু লাইন হচ্ছে ২০০০ সালে জাতিসংঘ প্রকাশিত লেবানন ও ইসরায়েলের মধ্যে একটি সীমান নির্ধারণী চিহ্ন।
সূত্র : বাসস।
বিডি-প্রতিদিন/শফিক